Print

সারাদিন

দক্ষিণখানে ১২০০ টাকার জন্য হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর দক্ষিণখানে মাত্র ১২০০ টাকার জন্য আরিফুল ইসলামকে (২৭) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির দক্ষিণখান থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক বিজয় (২০), রানা (২৩) ও আমির হোসেন মোল্লা (২০)। পুলিশ তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করেছে।

ডিসি তালেবুর রহমান জানান, উত্তরখান থানার দোরাদিয়া বাজারের একটি এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কাজ করতেন নিহত আরিফুল ইসলাম। তার সঙ্গে অভিযুক্তদের ১২০০ টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

২৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে রানা ফোন করে আরিফুলকে দক্ষিণখানের নর্দাপাড়ার চান্দুর ফাঁকা মাঠে আসতে বলে। সেখানে আগে থেকেই ওঁত পেতে ছিল আরও কয়েকজন। আরিফুল সেখানে পৌঁছানোর পর তারা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে আমির হোসেন মোল্লা ধারালো চাকু দিয়ে আরিফুলের বুকে আঘাত করে। আরিফুলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের বাবা মো. দুলাল হোসেন দক্ষিণখান থানায় চারজনকে অভিযুক্ত করে এবং আরও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন। এরপর দক্ষিণখান থানা পুলিশ অভিযানে নামে এবং ঘটনার রাতেই আবু বক্কর সিদ্দিক বিজয় ও রানাকে গ্রেফতার করে।

২৪ ফেব্রুয়ারি দুপুরে দক্ষিণখানের তালতলার একটি ভাড়া বাসার ছাদ থেকে মূল অভিযুক্ত আমির হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে পাশের এক ব্যক্তির টিনের চালা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়।

Nagad
Nagad

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।