প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় এক উপপরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। এ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ থাকতে হবে, যেন জনগণ নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় আনা হবে। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো কার্যকরভাবে কাজ করছে এবং যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে।
পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন এবং এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন, যারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।