প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরীর সারাব এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বিভাগের ১৪টি কারখানা আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। একইসঙ্গে সব শ্রমিককে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে এই ঘোষণা দেওয়া হয়।
নোটিশে জানানো হয়, গাজীপুরে অবস্থিত বেক্সিমকো লিমিটেড (ইয়ার্ন ইউনিট-১ বাদে) ও এর সংশ্লিষ্ট ১৩টি প্রতিষ্ঠানসহ মোট ১৪টি কারখানায় কাজের অভাবের কারণে লে-অফ ঘোষণা করা হয়েছিল। যথাযথ কর্মসংস্থান না থাকায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী সংশ্লিষ্ট ধারা মোতাবেক ২৮ ফেব্রুয়ারি থেকে এসব কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে শ্রমিকদের ছাঁটাই করা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে বিধি মোতাবেক, যা আগামী ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে দেওয়া হবে।
এদিকে, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার এ কে এম জহিরুল ইসলাম জানিয়েছেন, “কারখানা এলাকায় শ্রমিক অসন্তোষের কোনো খবর নেই। পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।