প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
সাভার সংবাদদাতা:
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমাদের মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে এবং এটি জুনের মধ্যে চূড়ান্ত হবে। এরপর অক্টোবর-নভেম্বরে তফসিল ঘোষণা করতে হলে, স্থানীয় নির্বাচন আয়োজন করা এই মুহূর্তে সম্ভব নয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকার ধামরাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, স্থানীয় নির্বাচনের সংস্কার প্রক্রিয়া চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা অনুরোধ আসেনি। তাছাড়া, স্থানীয় নির্বাচন ধাপে ধাপে করতে হয় এবং এতে প্রায় এক বছর সময় লাগে। ফলে এখন এটি আয়োজন করলে সংসদ নির্বাচন যথাসময়ে করা কঠিন হয়ে যাবে।
অনুষ্ঠানে ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীকসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।