প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫
সারাদিন ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের মধ্যে দুইটিতে হার ও একটিতে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগির ফলে মাত্র ১ পয়েন্ট নিয়েই দেশে ফিরতে হয়েছে টাইগারদের।
চ্যাম্পিয়নস ট্রফিতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাজে ব্যাটিং পারফরম্যান্সের কারণে প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে হেরে যেতে হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলকে।
ভারতের বিপক্ষে বড় পরাজয়ের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় ২৫০ রানের নিচে অলআউট হয়ে যায় দল। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস পর্যন্ত করা সম্ভব হয়নি বৃষ্টির কারণে। ম্যাচ পরিত্যক্ত হলে বাংলাদেশ ও পাকিস্তান সমান ১ পয়েন্ট পায়, তবে নেট রানরেটে পিছিয়ে থেকে টাইগারদের টুর্নামেন্ট শেষ হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় দল। তবে বিশ্রামের খুব বেশি সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা, কারণ সামনে রয়েছে ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।