প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১৮ বছর পার করে ১৯ বছরে পা দিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে উদ্যাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদ আলী ভূঁইয়া, পরিচালক মাহবুব আলম রাকিব, ডিস্ট্রিবিউশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল আলম মাজহার সহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রেতাদের জন্য মাসব্যাপী আয়োজন করা হয়েছে “উৎসবে, উপহারে, মাতি একসাথে” শীর্ষক আনন্দ উৎসব। এই আয়োজনে ল্যাপটপ, ডেস্কটপ, গ্যাজেট কিংবা এক্সেসোরিজ পণ্য ক্রয় করে ক্রেতারা জিতে নিতে পারবেন ল্যাপটপ, মনিটর, আইফোন ১৬, স্মার্ট ওয়াচ, জিম ব্যাগ, ২০০০ টাকা পর্যন্ত গিফট ভাউচারসহ আকর্ষণীয় নানা উপহার। থাকছে আকর্ষণীয় মূল্যছাড়, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং ৬৪ জেলায় ফ্রি ডেলিভারি।
স্টার টেক ১০০ বর্গফুটের একটি ছোট আউটলেট থেকে শুরু করে ১৮ বছর পেরিয়ে আজ ১৯ বছরে পা দিয়েছে। ২০০৭ সালের ১ মার্চ শুরু করা প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ক্রেতাদের মাঝে আস্থার জায়গা করে নিয়েছে।
বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য আমদানিকারক, পরিবেশক, বাজারজাত এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করে স্টার টেক ক্রেতাদের আস্থা অর্জন করেছে। বর্তমানে ঢাকার পাশাপাশি দেশব্যাপী ১৯টি আউটলেট এবং একটি শক্তিশালী অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করে গ্রাহক ও কর্পোরেট মার্কেট উভয়েই সেবা প্রদান করে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.startech.com.bd/18th-anniversary-fest