প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫
সারাদিন ডেস্ক
মিয়ানমারের নৌবাহিনীর হাতে আটক হওয়ার দশ ঘণ্টা পর ৫৬ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ তাদের আটক করা হয়েছিল।
বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সাগরে মাছ ধরার সময় ভুলবশত মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে ছয়টি বাংলাদেশি ট্রলার। তখন মিয়ানমার নৌবাহিনী এসব ট্রলারসহ জেলেদের আটক করে এবং তাদের কাছ থেকে মাছ, জাল ও খাবার ছিনিয়ে নেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে জেলেদের মুক্তি দেওয়া হয়।