Print

সারাদিন

অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল: নৌপরিবহণ উপদেষ্টা

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ঘোষণা করেছেন, লঞ্চে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানা নয়, সেই লঞ্চের রুট পারমিটও বাতিল করা হবে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সচিবালয়ে পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে নৌপথের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ কথা বলেন।

নৌপরিবহণ উপদেষ্টা বলেন, “নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না। যাত্রীদের জন্য নির্ধারিত ভাড়া তালিকা আকারে প্রকাশ করতে হবে এবং তা প্রকাশ্যে ঝুলিয়ে রাখতে হবে। যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া, কোনো লঞ্চ নির্ধারিত সিরিয়ালের বাইরে ছেড়ে যেতে পারবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না বলেও জানান তিনি। শুধু সদরঘাট নয়, রাস্তা থেকেও যাত্রী তোলা যাবে না। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করবে এবং নৌবাহিনীও সহযোগিতা করবে। তবে অপ্রয়োজনে লঞ্চে চেক করে সময় নষ্ট না করার নির্দেশও দেন উপদেষ্টা।

ফিটনেস সনদ ছাড়া কোনো লঞ্চ চলতে পারবে না এবং নির্ধারিত গতিসীমার বেশি গতিতে লঞ্চ চালানো যাবে না বলেও সাফ জানিয়ে দেন ড. সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা বলেন, সদরঘাট এলাকায় জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত এমন বিশৃঙ্খলা থাকে যে, তিন ঘণ্টা আগে রওনা দিলেও অনেকে লঞ্চ ধরতে পারেন না। রাস্তা পরিষ্কার রাখতে হবে। প্রয়োজনে রেকার দিয়ে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ি সরিয়ে নেওয়া হবে।

ড. সাখাওয়াত জানান, এসব সিদ্ধান্ত ১৫ রমজান থেকে কার্যকর হবে। ১৫ রমজান থেকে রাতে স্পিডবোট চলবে না। এছাড়া, ঈদের পাঁচ দিন আগে ও পরে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। ফেরিতে বাস যাত্রীসহ উঠতে পারবে না; বাস থেকে যাত্রী নামিয়ে ফেরিতে উঠাতে হবে এবং ফেরি থেকে বাস নামার পর যাত্রীরা আবার উঠতে পারবেন।

Nagad
Nagad

এই কঠোর নির্দেশনাগুলো নৌপথে শৃঙ্খলা ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।