Print

সারাদিন

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন বিএনপি মহাসচিব

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চারদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ১০ মিনিটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন।

জানা গেছে, হাসপাতাল ছাড়ার পর বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন মির্জা ফখরুল।

এতে আগে শায়রুল কবির খান জানিয়েছেন, অমর একুশে বই মেলার শেষের দিকে বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। মেলায় অনেক ধুলা ময়লার কারণে তিনি অসুস্থ বোধ করেন। পরে গত রোববার (২ মার্চ) হাসপাতালে ভর্তি হন তিনি।

Nagad
Nagad