প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী আন্দোলনে জিসান হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুমা রহমান এ আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি এ মামলায় তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। সালমান এফ রহমানকে গত বছরের ১৩ আগস্ট সদরঘাট থেকে এবং আব্দুল্লাহ আল মামুনকে ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।