প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে রোববার (৯ মার্চ) সকাল থেকে কাজে যোগদান করেছেন। এর আগে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার (৮ মার্চ) রাতে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার অনুরোধ জানানো হয়।
গত বুধবার (৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। তারা কমিশনের মূল ফটকে তালা দেন, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট বন্ধ করে দেন এবং বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান (পুলিশ সদস্য) মো. আশিকুর রহমান শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী কর্মবিরতি পালন শুরু করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। তারা চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের দাবি জানান। তবে শনিবার রাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার অনুরোধ জানানো হয়।
আজ রোববার (৯মার্চ) সকাল থেকে বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক কাজে যোগদান করেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।