প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় আজ ভোরে গাড়িচাপায় মিনারা আক্তার নামে এক নারী পোশাকশ্রমিক নিহত ও সুমাইয়া আক্তার আহত হয়েছেন। আহত সুমাইয়াকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোন গাড়ি কীভাবে তাদের চাপা দিয়েছে, তা এখনও জানা যায়নি।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পোশাকশ্রমিকরা বনানী চেয়ারম্যানবাড়ি সড়কসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে রাখেন। এর ফলে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়ক অবরোধে অফিসগামী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরকার গণমাধ্যমকে বলেন, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। এরপর থেকেই শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।
জানা যায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে বনানী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দুইটি গার্মেন্টসের শ্রমিকরা এই আন্দোলন করছেন। তাদের রাস্তা অবরোধের কারণে বনানী এক্সপ্রেসওয়েসহ গুলশান এলাকায় ব্যাপকভাবে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মহাখালী, বনানী, গুলশান ও কাকলি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।