Print

সারাদিন

রাজধানীর হাবিবউল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ খুন

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া (৫০) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে উত্তরখানের মাজার রোড পুরান পাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার (১০ মার্চ) বিকেলে তার মরদেহের সুরতহাল করার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান। তিনি বলেন, ‘সুরতহাল রিপোর্ট অনুযায়ী এটা স্পষ্ট মার্ডার। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান জানান, নিহতের মুখমণ্ডলসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সাইফুর রহমান গত ছয় মাস ধরে ওই ফ্ল্যাটে একা থাকতেন। দুই-একদিন আগে তার বাসায় এক ছেলে ও এক মেয়ে মেহমান আসে। ঘটনার পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এসআই জাহিদুল আরও জানান, নিহতের পরিবারের লোকজন ও স্ত্রী শান্তিনিকেতন এলাকায় বসবাস করেন। ঘটনার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ দ্রুত দায়ীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

Nagad
Nagad