প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৫
গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে যৌথবাহিনী ঘটনাস্থলে আসলে তারা সড়ক ছেড়ে আশপাশে অবস্থান নেন। তবে এখনও যান চলাচল স্বাভাবিক হয়নি।
শ্রমিকদের অভিযোগ, গত শনিবার কারখানার কয়েকজন শ্রমিককে স্টাফরা ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় শ্রমিকরা কর্মবিরতি ও আন্দোলন শুরু করলে কারখানা বন্ধ করে দেওয়া হয়। দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত কারখানা চালু হয়নি এবং মারধরের বিচারও হয়নি।
এদিকে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আরেকটি কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, গত ৯ মার্চ তাদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু মালিকপক্ষ টালবাহানা করে তা পরিশোধ করেনি। সোমবার কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পরদিন সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন, কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দিয়েছে। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ৭টা থেকে মহাসড়কে অবস্থান নেন।
গাজীপুর শিল্প পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন বলেন, “শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা চলছে।”
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।