প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৫
কক্সবাজার সংবাদদাতা:
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে কক্সবাজারের টেকনাফ জেটিঘাট দিয়ে তারা দেশে ফেরেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশিকুর রহমান জানান, টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে মাছ ধরতে গিয়ে জেলেরা ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের নৌকাসহ আটক করে।
জেলেদের আটকের বিষয়টি জানার পর বিজিবির পক্ষ থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হয়। পরে আলোচনা শেষে শনিবার বিকেলে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
একই সময়ে, দীর্ঘদিন ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
বর্তমানে ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।