প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি অপো তাদের নতুন স্মার্টফোন অপো এ৫ প্রো-এর বাজারে অভাবনীয় সাফল্যের কথা জানিয়েছে। পূর্ববর্তী মডেলের তুলনায় এই ডিভাইসটি ৪৫০% বেশি বিক্রি হয়েছে, যা অপোর বাজারে স্থিতিশীল অবস্থান এবং ক্রেতাদের আস্থা প্রতিফলিত করে।
অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর-এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৫ প্রো-এর এই সাফল্য আমাদের জন্য গর্বের। আমরা গ্রাহকদের প্রত্যাশা ছাড়িয়ে যাবার চেষ্টা করছি এবং সেরা প্রযুক্তি ও সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
এদিকে গ্রাহকদের কাছেও এই স্মার্টফোনটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এক ব্যবহারকারী তারেক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এর ওয়াটারপ্রুফ, ডাস্টপ্রুফ এবং শকপ্রুফ ফিচারগুলো সত্যিই অসাধারণ। এটি এমন একটি স্মার্টফোন, যা দীর্ঘদিনের অপেক্ষার পর পেলাম।”
অপো এ৫ প্রো হলো বিশ্বের প্রথম স্মার্টফোন, যা আইপি৬৬, আইপি৬৮, এবং আইপি৬৯ রেটিং অর্জন করেছে। ফলে এটি পানি, ধুলো এবং যেকোনো ধরনের শক থেকে সুরক্ষিত। এতে রয়েছে মেলিটারি-গ্রেডের ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স, উন্নত এআই ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স।
এই স্মার্টফোনটি ২৩,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা অপোর রিটেইল স্টোর এবং অনলাইন প্ল্যাটফর্ম থেকে এটি কিনতে পারবেন।