প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ২৪ মার্চ ঈদযাত্রার দিন থেকে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত গেটকিপার-গেটম্যানরা।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রেলভবনে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধনের আয়োজন করা হয়। সেখান থেকেই নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গেটকিপার-গেটম্যানরা জানান, গত বছরের ১৮ আগস্ট রেলভবনে অবস্থান কর্মসূচি পালনের পর উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রেলওয়ের মহাপরিচালক গেটকিপার-গেটম্যানদের চাকরি স্থায়ীকরণের দাবিকে যুক্তিসংগত বলে মন্তব্য করেন এবং পাবলিক সার্ভিস কমিশনকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ জারির নির্দেশ দেওয়া হয়। তবে এখনও তাদের দাবি পূরণ হয়নি।
অভিযোগ ও প্রত্যাশা:
বিক্ষোভকারীরা জানান, গত বছরের ১ নভেম্বর তাদের অফার লেটার হাতে দেওয়ার কথা থাকলেও তা এখনও দেওয়া হয়নি। তারা দাবি করেন, রেলওয়ের প্রচলিত বিধি অনুযায়ী তিন বছরের বেশি নিরবচ্ছিন্ন চাকরি করলে কর্মচারীদের চাকরি সরাসরি স্থায়ীকরণ করা যায়। এ ক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের অনুমতি অনুযায়ী প্রকল্পের গেটকিপার-গেটম্যানদের চাকরি রাজস্ব করতে আইনি কোনো জটিলতা নেই।
ঈদযাত্রার দিন থেকে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। গেটকিপার-গেটম্যানরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।