প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার জন্য নিজে কোনো পদক্ষেপ নেয়নি। তবে তিনি ও তার দল কিছু গুরুত্বপূর্ণ লোকজন ঝগড়া করে আওয়ামী লীগকে সবার সামনে নিয়ে আসছেন।
শনিবার (২২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মান্না। তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ সাত মাসে মানুষের সহানুভূতি পাওয়ার জন্য কোনো বক্তব্য দিতে পারেনি।
তিনি আরও বলেন, এখনো আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, এমনকি সাড়ে সাত মাসেও তারা কোনো নতুন রাজনৈতিক বয়ান দিতে পারেনি। তবে তিনি যোগ করেন যে, এটি একটি রাজনৈতিক প্রস্তাব, আওয়ামী লীগের বিচার হতে হবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে।
এছাড়া, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর কাদের সংস্কারের প্রস্তাবনায় কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, এ ধরনের অযৌক্তিক প্রস্তাবনা দিয়ে সময় ও সম্পদের অপব্যবহার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার এবং অন্যান্য নেতৃবৃন্দ।