প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৫
সারাদিন ডেস্ক
দীর্ঘদিনের গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে, কারণ দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার তার নতুন সিনেমার জন্য সালমান খানকে বাদ দিয়ে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে সাইন করেছেন। এই সিনেমাটি সান পিকচার্স প্রযোজনা করছে এবং এর বাজেট দাঁড়িয়েছে ৬০০ কোটি রুপি।
পিঙ্কভিলা অনুযায়ী, আল্লু অর্জুন এই সিনেমার জন্য ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে সান পিকচার্সের সঙ্গে একটি চুক্তি করেছেন, পাশাপাশি সিনেমার লভ্যাংশের ৫ শতাংশ অংশীদারিত্বের একটি ব্যাক এন্ড চুক্তিও সম্পাদিত হয়েছে।
‘পুষ্পা ২’ সিনেমার সাফল্যের পর আল্লু অর্জুনের কাছে বহু সিনেমার অফার এসেছে, তবে তিনি তার পরবর্তী সিনেমা হিসেবে অ্যাটলির ‘এ৬’ সিনেমাটি বেছে নিয়েছেন। এছাড়াও, আল্লু অর্জুন ত্রিবিক্রমের সঙ্গে একটি সিনেমা করছেন, যা ২০২৬ সালের মাঝামাঝি মুক্তি পাবে।
গুঞ্জন ছিল যে, অ্যাটলি তার সিনেমায় সালমান খান ও রজনীকান্তকে একসঙ্গে পর্দায় আনতে চান, তবে শোনা যাচ্ছে রজনীকান্ত এই সিনেমায় থাকছেন না, এবং তার জায়গায় অন্য একজন অভিনেতার খোঁজ করছেন অ্যাটলি।