প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৫
সারাদিন ডেস্ক
যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) শনাক্ত হয়েছে। ভাইরাস ছড়িয়ে পড়া রোধে খামারের ২,০৭৮টি মুরগি মেরে পুঁতে ফেলা হয়েছে।
১২ মার্চ মুরগি মৃত্যুর পর নমুনা ঢাকার ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট পজিটিভ আসার পর ১৩ মার্চ ছয়টি শেডের সব মুরগি নিধন করা হয়। একইসঙ্গে শেডগুলো জীবাণুমুক্ত করা হয়েছে। প্রাণিসম্পদ বিভাগ আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান জানান, নমুনা আন্তর্জাতিক পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে সংক্রমণ মৃদু পর্যায়ের। দেশের সব সরকারি পোলট্রি খামার ও পোলট্রি খামারি সংগঠনকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দেশে ৯৫ হাজারের বেশি পোলট্রি খামারের মধ্যে ডলার সংকট ও যুদ্ধের প্রভাবে ইতোমধ্যে ৬২ হাজারের বেশি বন্ধ হয়েছে। বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে খামারিরা আরও বিপর্যয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।