প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫
ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ থেকে চাকরির প্রলোভনে সাতক্ষীরায় এনে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায়।
ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। তিনি মডেল ও পারলারের রূপবিশেষজ্ঞ। ফেসবুকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাঠুনিয়া গ্রামের গোলাম রসুলের সঙ্গে তার পরিচয় হয়। গোলাম রসুল তাকে ভারতে ভালো বেতনের চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখান।
২২ মার্চ তরুণী সাতক্ষীরার কালিগঞ্জে আসেন। কালিগঞ্জ বাস টার্মিনাল থেকে মেহেদি হাসান ও গোলাম রসুল তাকে মেহেদির বাড়িতে নিয়ে যান। এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করা হয়। ভুক্তভুগীর অভিযোগ, খাবারের সাথে কিছু মিশিয়ে তাকে অচেতন করে ধর্ষণ করা হয়েছে। ভুক্তভুগী তরুণী ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেদি হাসান ওরফে সবুজ (২৪), সাকিব হোসেন (২০) ও মো. গোলাম রসুল ওরফে রাকিব (২১)।
ভুক্তভোগী তরুণী ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভুক্তভুগী তরুণী আদালতে জবানবন্দি দিয়েছেন।
ভুক্তভোগী তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন।