প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৫
সারাদিন ডেস্ক
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আজ রবিবার (৩0 মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
শনিবার (৩০ মার্চ) সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে ঈদের তারিখ ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়া: দেশটিতে সোমবার (১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত: রবিবার (৩১ মার্চ) ঈদ উদযাপন হবে।
মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই: এসব দেশেও সোমবার (১ এপ্রিল) ঈদ উদযাপন করা হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন দেশে চাঁদ দেখার পার্থক্যের ভিত্তিতে ঈদের তারিখ পরিবর্তিত হয়। তাই বিভিন্ন অঞ্চলে ঈদের দিন ভিন্ন হতে পারে।