প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫
সারাদিন ডেস্ক
যশোরের শার্শায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাসেল হোসেন (২০), পিতা খলিলুর রহমান, গ্রাম: বৃত্তিবারীপোতা, শার্শা। জাহিদ হোসেন (২২), পিতা বিল্লাল হোসেন, একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, রাসেল ও জাহিদ মোটরসাইকেলে নাভারন থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। শার্শা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাসেল ও জাহিদ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে থানা ও শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সাম্প্রতিক সময়ে বেনাপোল-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানা ও অনিয়ন্ত্রিত যান চলাচলই দুর্ঘটনার মূল কারণ। স্থানীয়দের দাবি, নিয়মিত পুলিশি নজরদারি ও গতিরোধক স্থাপন করা হলে দুর্ঘটনার হার কমানো সম্ভব।