প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
সারাদিন ডেস্ক
বলিউডের কিংবদন্তি অভিনেতা মনোজ কুমার আর নেই। শুক্রবার (৪ এপ্রিল) সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।
হাসপাতাল সূত্র জানায়, হৃদরোগজনিত জটিলতা এবং ডিকম্পেনসেটেড লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
১৯৩৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের অ্যাবটাবাদ (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া) শহরে জন্ম মনোজ কুমারের। তার প্রকৃত নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী।
বলিউডে পা রাখেন ১৯৫৭ সালে, তবে আলোচনায় আসেন ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’, ‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রের মাধ্যমে। দেশপ্রেমিক চরিত্রে তার অভিনয় তাকে ‘ভারত কুমার’ উপাধি এনে দেয়।
মনোজ কুমারের মৃত্যুতে বলিউড অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার অবদান ভারতীয় চলচ্চিত্রে চিরস্মরণীয় হয়ে থাকবে।