প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় চালানো ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৬০৯ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬৩ জন। এদের মধ্যে নারী ও শিশুর হার প্রায় ৫৬ শতাংশ।
এর আগে গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশের চাপে যুদ্ধবিরতি ঘোষণা করলেও, তা ভেঙে ১৮ মার্চ থেকে আবারও সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার অভিযানে গত ১৫ দিনেই নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি।
ইসরায়েলের দাবি, গাজায় হামলার মূল লক্ষ্য হলো—হামাসকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দেওয়া এবং এখনো জীবিত থাকা অন্তত ৩৫ জন জিম্মিকে উদ্ধারের চেষ্টা চালানো।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় অভিযান বন্ধের আহ্বান জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতে (আইসিজে) মামলাও দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি