Print

সারাদিন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আমিরাত সোসাইটি

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

ঈদুল ফিতর উদযাপনের পর এবার মুসলিম উম্মাহ অপেক্ষা করছে পবিত্র ঈদুল আজহার। কবে হবে কোরবানির ঈদ—এ নিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জ্যোতির্বিদদের পূর্বাভাস প্রকাশ পেয়েছে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানিয়েছে, আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যেতে পারে হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের চাঁদ। যদি চাঁদ দেখা যায়, তাহলে ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সে অনুযায়ী ৬ জুন মধ্যপ্রাচ্যে উদযাপিত হতে পারে ঈদুল আজহা। আর বাংলাদেশে এক দিন পর অর্থাৎ ৭ জুন ঈদ উদযাপিত হতে পারে।

সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে জিলহজের চাঁদ উদিত হবে এবং সূর্যাস্তের পরে প্রায় ৩৮ মিনিট পর্যন্ত আকাশে দৃশ্যমান থাকবে। ফলে চাঁদ দেখা সহজ হবে বলে মনে করছেন তিনি।

এই অনুযায়ী, ৫ জুন হবে আরাফাত দিবস—হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তার পরদিন অর্থাৎ ৬ জুন কোরবানির ঈদ পালিত হবে মধ্যপ্রাচ্যে।

তবে, ২৭ মে চাঁদ দেখা না গেলে একদিন পিছিয়ে যাবে হিসাব। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ৭ জুন এবং বাংলাদেশে ৮ জুন হতে পারে ঈদুল আজহা।

ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্রকে কোরবানি দিতে চাওয়ার ঘটনা থেকেই এই ঈদের সূচনা। সেই আত্মত্যাগের স্মরণে মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে থাকেন।

Nagad
Nagad