Print

সারাদিন

প্রধান উপদেষ্টার সঙ্গে মিয়ানমারের সরকার প্রধানের সাক্ষাৎ

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

সারাদিন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় প্রশাসন পরিষদের চেয়ারম্যান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে একটি হোটেলে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে গত ২৮ মার্চ মিয়ানমারে হওয়া ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অধ্যাপক ইউনূস মিয়ানমারের জনগণের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেন। তারা দুর্যোগ মোকাবিলায় মিয়ানমারে বাংলাদেশি উদ্ধারকারী দল মোতায়েনের পাশাপাশি বাংলাদেশের মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আরও মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত। আমাদের জাহাজ প্রস্তুত রয়েছে।

বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানান মিয়ানমারের প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের নেতৃত্বে আঞ্চলিক জোটটি নতুন গতি পাবে।

Nagad
Nagad