প্রকাশিত: ৮:০৮ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
সারাদিন ডেস্ক
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় আবারও ব্যাপক হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকে প্রতিদিন গড়ে ১০০ শিশু ইসরায়েলি হামলায় নিহত বা আহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ।
শনিবার (৫ এপ্রিল) এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, “কোনো কিছুই শিশুদের হত্যা বৈধ করতে পারে না। ইসরায়েল গাজাকে শিশুদের জন্য এক ‘নো ল্যান্ড’-এ পরিণত করেছে। এ যুদ্ধ শিশুদের তৈরি নয়, কিন্তু তাদের জীবন এতে সীমাবদ্ধ হয়ে পড়ছে। এটি আমাদের সাধারণ মানবতার ওপর এক গভীর কলঙ্ক।”
আলজাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি ভঙ্গের পর প্রতিদিনই ইসরায়েল যুদ্ধাপরাধ সংঘটিত করে চলেছে। বোমাবর্ষণ থেকে বাদ যাচ্ছে না স্কুল, আশ্রয়কেন্দ্র, অস্থায়ী শরণার্থী ক্যাম্প কিংবা হাসপাতালও। গাজার এমন কোনো অংশ নেই, যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি।
আজ শনিবারের (৫ এপ্রিল) হামলায় আরও ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে গাজায় নিহতের সংখ্যা সরকারি হিসেবে ৫০ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ইতোমধ্যে ৫৫ হাজার অতিক্রম করেছে।
গাজা উপত্যকায় বর্তমানে প্রায় ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তারা খোলা জায়গা ও অনিরাপদ পরিবেশে মানবেতর জীবন যাপন করছেন।
এক মাসেরও বেশি সময় ধরে গাজায় কঠোর অবরোধ জারি রেখেছে ইসরায়েল। ফলে সেখানে খাবার, ওষুধসহ কোনো জরুরি পণ্য প্রবেশ করতে পারছে না। এর ফলে অঞ্চলটিতে দুর্ভিক্ষের আশঙ্কা বাড়ছে বলে সতর্ক করেছে মানবিক সহায়তা সংস্থাগুলো। সূত্র: আলজাজিরা