প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৫
বগুড়া সংবাদদাতা:
বগুড়ায় নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় চারজনকে ছুরিকাঘাত করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) রাতে বগুড়া রেলস্টেশনের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
আহতরা হলেন—বগুড়া ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা জোবায়ের হোসেন (২৩), পিয়াল হাসান (২০), নাঈম হাসান (১৮) ও তানভীর হাসান (২০)। এ ঘটনায় রাতেই সদর থানায় ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত জোবায়েরের বাবা ফারুক হোসেন জানান, ট্রেনে যাত্রাকালে কয়েকজন যুবকের একটি ব্যাগ দুটি নারীর ওপর পড়ে যায়। পিয়াল ও তার বন্ধু রিফাত ওই ব্যাগ সরিয়ে রাখতে বললে অভিযুক্তরা নারীদের উত্ত্যক্ত করে এবং স্টেশনে নেমে তাদের মারধরের হুমকি দেয়। বিষয়টি জোবায়েরকে জানালে সে স্টেশনে গেলে মুখোশ পরা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র ও রড নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
ওসি এস এম মঈনুদ্দীন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।