Print

সারাদিন

গাজীপুরে ডিশ-ইন্টারনেট ব্যবসার বিরোধে কৃষকদল নেতা খুন

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৫

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরে আধিপত্য বিস্তার ও ডিশ-ইন্টারনেট ব্যবসায় বিরোধের জেরে রাকিব মোল্লা (৩৫) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে মহানগরীর সদর থানাধীন দাক্ষিণখান এলাকার শহীদ হাজীর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ইসমাইল মোল্লার ছেলে। তিনি শ্রমিকলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আলমাস মোল্লার ভাতিজা। গাজীপুর মহানগর কৃষকদলের প্রস্তাবিত যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন কমিটিতে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি স্থানীয় আধিপত্য এবং ব্যবসায়িক বিরোধ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Nagad
Nagad