প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ‘মার্চ ফর গাজা’ শীর্ষক কর্মসূচি নিয়ে বাংলাদেশের গণজমায়েত আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে।
গতকাল শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। মার্কিন সংবাদ সংস্থা এপি তাদের প্রতিবেদনে শিরোনাম করে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ১ লাখ মানুষের র্যালি।’ প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার মানুষ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে র্যালিতে অংশ নেন এবং ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন।
টাইমস অব ইসরায়েল এপির বরাত দিয়ে জানায়, বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিতে জুতার আঘাত করেন।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব নিউজ তাদের শিরোনামে জানায়, ‘১০ লাখ বাংলাদেশি প্রকাশ্যে ইসরায়েল-সংশ্লিষ্ট পণ্য বয়কটের ঘোষণা দিয়েছেন।’ তারা আরও উল্লেখ করে, গাজাবাসীর প্রতি বাংলাদেশের মানুষের এটি সবচেয়ে বড় সংহতির বহিঃপ্রকাশ।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত সব পণ্য বয়কটের অঙ্গীকার করেন এবং বিভিন্ন স্লোগানে অংশগ্রহণ করেন—‘ফ্রি ফ্রি ফিলিস্তিনি’, ‘ইসরায়েলি আগ্রাসন বন্ধ করো’, ‘ইসরায়েলি পণ্য বয়কট করো’ ইত্যাদি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে বাংলাদেশের জনগণের ইসরায়েলবিরোধী অবস্থান তুলে ধরে প্রতিবাদ কর্মসূচির চিত্র তুলে ধরেছে।
এছাড়া আলজাজিরা ও বার্তাসংস্থা রয়টার্স তাদের অনলাইনে প্রতিবেদন ও ছবির মাধ্যমে বাংলাদেশের গণজমায়েতের চিত্র তুলে ধরেছে।