প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
বিশ্বখ্যাত অনলাইন ভিত্তিক চলচ্চিত্র ডাটাবেজ আইএমডিবির (ইন্টারনেট মুভি ডেটাবেজ) তালিকায় স্থান পেয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি আইএমডিবির চলতি সময়ের সেরা ১০০ জনপ্রিয় সিনেমার তালিকায় ৪৪তম অবস্থানে রয়েছে।
আইএমডিবির চার্ট অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে হলিউড সিনেমা ‘আ মাইনক্রাফট মুভি’। এছাড়াও ‘স্নো হোয়াইট’, ‘অ্যানোরা’, ‘সুপারম্যান’, ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’, ‘সিকান্দার’, ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’-এর মতো সিনেমার পাশে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘বরবাদ’।
‘বরবাদ’ সিনেমাটি আইএমডিবিতে ৭.৪ রেটিং পেয়েছে, যা চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পাওয়ারই ইঙ্গিত দেয়।
এই স্বীকৃতিকে বাংলাদেশি সিনেমার জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। তিনি বলেন—আইএমডিবির চার্টে আমাদের সিনেমা ৪৪তম স্থানে রয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে। এটা আমাদের জন্য অনেক আনন্দের ও গর্বের। এখন আমাদের দেশি সিনেমা বিদেশে মুক্তি পাচ্ছে, আন্তর্জাতিক চার্টে জায়গা করে নিচ্ছে—এর মানে আমাদের সিনেমা সত্যিই আন্তর্জাতিক স্তরে এগিয়ে যাচ্ছে।
ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত এই সিনেমা দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে। প্রযোজক শাহরিন আক্তার জানিয়েছেন, প্রথম সাত দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল ২৭ কোটি ৫০ লাখ টাকা। পরবর্তী চার দিনে তা বেড়ে দাঁড়ায় আরও ১০ কোটির বেশি। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৩৭ কোটিরও বেশি।
তিনি আরও জানান, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে শো-এর সংখ্যা যদি কমে না যায়, তাহলে এই সপ্তাহেই বরবাদের আয় ৫০ কোটি টাকার মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে।
প্রযোজক শাহরিন আক্তার আশাবাদী, আগামী ঈদুল আজহা পর্যন্ত বরবাদের প্রেক্ষাগৃহে দাপট বজায় থাকবে। সেই হিসেবে এখনো আমাদের হাতে দেড় মাস সময় রয়েছে। যদি এই আয় অব্যাহত থাকে, তাহলে বরবাদ ১০০ কোটির ঘরেও পৌঁছাতে পারে।