প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন ‘সি৭৫এক্স’ উন্মোচন করেছে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। মাত্র ১৭ হাজার ৯৯৯ টাকা দামের এই ফোনটি পানি, ধুলো ও দুর্ঘটনাজনিত পতন থেকে নিরাপদ রাখতে আইপি৬৯, আইপি৬৮ ও আইপি৬৬ রেটিং এবং মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পেয়েছে। এতে রয়েছে আর্মরশেল প্রটেকশন, যা ডিভাইসটিকে করে তোলে দারুণ সুরক্ষিত।
এই দামে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধাসহ ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে আসা ‘সি৭৫এক্স’ বাজারে প্রথম। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী রিয়ার ক্যামেরা, যার সঙ্গে যুক্ত করা হয়েছে অপ্টিমাইজড অ্যালগরিদম। এটি নিখুঁত ছবি, উজ্জ্বল রঙ এবং কম আলোতেও চমৎকার ফটোগ্রাফির অভিজ্ঞতা দেয়। নাইট মোড ও পোর্ট্রেট মোডেও ছবিগুলো হয়ে ওঠে জীবন্ত ও প্রাণবন্ত।
কোরাল পিংক রঙে আসা ফোনটির ডিজাইন ও ফিনিশিং একে করে তুলেছে আকর্ষণীয়। এটি শুধু প্রযুক্তি প্রেমীদের জন্য নয়, বরং স্টাইল ও ব্যক্তিত্ব বজায় রাখতে চান—এমন ব্যবহারকারীদের জন্যও একটি দারুণ পছন্দ।
পারফরম্যান্সের দিক দিয়ে, ফোনটিতে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৫,৬০০ এমএএইচ ব্যাটারি। মাত্র ৫ মিনিট চার্জেই ৩ ঘণ্টা টকটাইম পাওয়া যাবে। আর পুরো চার্জে ব্যবহারকারীরা ৭ ঘণ্টা টানা গেমিং, ১৩.২ ঘণ্টা ইউটিউব ভিডিও স্ট্রিমিং এবং ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই সুবিধা পাবেন।
এছাড়া, এ ফোনে থাকছে সেগমেন্টসেরা এআই এক্সপেরিয়েন্স। এতে রয়েছে গুগল জেমিনি চ্যাটবট, যা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর, দ্রুত অনুসন্ধান, অ্যাপে স্মার্ট লুপ এবং এআই ইমেজ এডিটিং—যেমন ঝাপসা ছবিকে স্পষ্ট করা—ইত্যাদি সুবিধা দিচ্ছে।
৬/১২৮ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাওয়া রিয়েলমি ‘সি৭৫এক্স’ দেশের সব অথরাইজড স্টোর ও ই-কমার্স প্ল্যাটফর্মে এখনই কিনতে পাওয়া যাচ্ছে।