প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের স্ত্রী তারিন হোসেনের নামে গুলশানে থাকা একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমনস্পেস ক্রোকের আদেশ দিয়েছে আদালত।
রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয় বলে নিশ্চিত করেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন। আবেদনে বলা হয়, তারিন হোসেনের নামে থাকা মোট ১০ কোটি ৩২ লাখ ৮৬ হাজার ৪৩৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।
তদন্তে জানা যায়, গুলশান আবাসিক এলাকায় ‘দি সেরেনিটি’ নামের একটি ভবনের সপ্তম তলায় (একটি গ্যারেজ ও কমনস্পেসসহ) ৫ হাজার ১৭২ বর্গফুট আয়তনের ফ্ল্যাটটি ২০১৩ সালের ২৯ জানুয়ারি প্রথম স্ত্রী মুনতারীন মুজিব চৌধুরীর নামে বরাদ্দ করা হয়। তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী তারিন হোসেনের নামে এটি রেজিস্ট্রেশন করা হয়।
দুদক দাবি করে, নিক্সন চৌধুরী এই সম্পদ অবৈধ অর্থে অর্জন করেছেন এবং তদন্ত শুরুর পর থেকে ফ্ল্যাটটি হস্তান্তরের চেষ্টা করছিলেন। এজন্য সম্পদটি আদালতের মাধ্যমে ক্রোক করা জরুরি হয়ে পড়ে।