প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
কয়েকজন সচিব ও উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সঠিক পথে চলতে দেবেন না—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র, সংস্কার ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, “কয়েকদিন আগে শফিউর রহমান নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে—তিনি আওয়ামী লীগের প্রোডাক্ট। আপনার চারপাশে আরও অনেক আওয়ামী লীগের প্রোডাক্ট রয়েছে। সচিবালয়ের চারজন সচিব ও একজন সচিব মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য আছেন, যারা আপনাকে সঠিক পথে চলতে দেবে না। আপনি সাবধান থাকুন।”
তিনি আরও বলেন, “আপনার (ড. ইউনূস) সারা জীবনের অর্জন এদের কারণে নষ্ট হয়ে যেতে পারে। আমরা চাই আপনি সফল হোন। কারণ, আপনার সফলতার সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও জড়িত।”
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, “ড. ইউনূস একবার বলেছেন নির্বাচন ডিসেম্বরেই হবে, পরে বললেন জুনে। এই পরস্পরবিরোধী বক্তব্যে আমরা বিব্রত হচ্ছি। এতে সন্দেহের অবকাশ তৈরি হয়েছে। আমার মনে হয় না খুব দ্রুত নির্বাচন হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থা ধসে পড়েছে। এটি ঠিক করার চেষ্টা করছেন ড. ইউনূস, তবে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা যাবে না।”
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় অ্যাক্টিভিস্টদের উদ্দেশে তিনি বলেন, এদের কাজ হলো দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। এদের থেকে সাবধান থাকতে হবে। ব্লগাররা আমার এবং আমাদের দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে লেখালেখি করছে। তারা জনগণের পছন্দের নেতাদেরই টার্গেট করছে।
সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহসহ অনেকে।