প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০২৫
সারাদিন ডেস্ক
বৈদ্যুতিক গাড়ির জন্য পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি শক্তির ইকোসিস্টেম গড়ে তুলতে ১৫ মিলিয়ন ডলার (প্রায় ১৮০ কোটি টাকা) বিনিয়োগ পেয়েছে বাংলাদেশি স্টার্টআপ ‘ফাস্টপাওয়ার টেক’। চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড এ বিনিয়োগ করছে।
চুক্তির আওতায় ইভি অ্যাসেম্বলি লাইন, চার্জিং স্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামো গড়ার লক্ষ্যে এই বিনিয়োগ পাবে ফাস্টপাওয়ার টেক, যা লজিস্টিক কোম্পানি স্টেডফাস্ট কুরিয়ারের একটি সহযোগী প্রতিষ্ঠান। আগামী ছয় মাসের মধ্যে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।
গত ১ মে চীনের গুয়াংজুর বাইয়ুন জেলার হুয়াংবিয়ানে ফাস্টপাওয়ার টেক ও এনইউসিএলের মধ্যে যৌথ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়। এতে সই করেন ফাস্টপাওয়ার টেকের চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন ও এনইউসিএলের সিইও ফরেস্ট লিয়াং। এসময় স্টেডফাস্ট কুরিয়ারের পরিচালক অর্ণব মুস্তাফা, প্রবাসী প্রতিনিধি শাদমান সাকিব এবং এনইউসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির অধীনে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর একটি আধুনিক ব্যবস্থাপনা নেটওয়ার্ক গড়ে তোলা হবে। এর আওতায় ‘কার-ক্লাউড’ প্রযুক্তি ব্যবহার করে এক্সটেন্ডেড রেঞ্জ ইলেকট্রিক ভেহিকেল (ইআরইভি) ও প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল (পিএইচইভি) প্রযুক্তিতে চার্জিং স্টেশন স্থাপন করবে ফাস্টপাওয়ার টেক।
বাজার বিশ্লেষকদের মতে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এবং কার্বন নিঃসরণ হ্রাসে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের উন্নত প্রযুক্তির সঙ্গে স্টেডফাস্টের বিদ্যমান অবকাঠামোর সমন্বয়ে দেশে কর্মসংস্থান, প্রযুক্তিগত দক্ষতা ও পরিবেশবান্ধব জ্বালানি খাতে গতি আসবে।
স্টেডফাস্ট চেয়ারম্যান কে এম রিদওয়ানুল বারী জিয়ন বলেন, “আমরা ইতোমধ্যে লিথিয়াম আয়রন ফসফেট ও লিড অ্যাসিড ব্যাটারির মতো শক্তি সংরক্ষণ প্রযুক্তি এবং সৌরশক্তি নিয়ে কাজ করছি। নতুন এই বিনিয়োগের মাধ্যমে এবার বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ কারখানা স্থাপন করব। এ জন্য দেশের ইকোনমিক জোনগুলোর মধ্য থেকে স্থান নির্বাচনের কাজ চলছে।”