প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, মে ৪, ২০২৫
বরিশাল (বানারীপাড়া) প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় একই বাড়ির দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) গভীর রাতে উপজেলার চৌয়ারিপাড়া গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কামরুল ইসলাম তালুকদার এবং মৃত আবু হোসেন তালুকদারের ঘরে জানালার গ্রিল কেটে প্রবেশ করে ডাকাতরা। তারা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।
ভুক্তভোগী মেহেদী হাসান রাজ জানান, রাত ১০টার দিকে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরে রাত সাড়ে ৩টার দিকে ৮-৯ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। তারা দেড় লাখ টাকা, ১৫০০ ডলার, ১৮০০ সৌদি রিয়াল, ১৮ ভরি স্বর্ণালঙ্কার ও ছয়টি মোবাইল ফোন লুট করে।
তিনি আরও জানান, যাওয়ার পথে একইভাবে পাশের কামরুল ইসলাম তালুকদারের ঘরে ঢুকে তারা আরও এক লাখ টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।