প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০২৫
সারাদিন ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই অভিযোগে দুদক তাদের দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে।
সোমবার (৫ মে) কমিশনের অনুমোদন পাওয়ার পর মামলাগুলো দায়ের করেন দুদকের উপ-পরিচালক সাইদুজ্জামান।
দুদক সূত্রে জানা গেছে, বিসিবির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনকালে পাপনের বিরুদ্ধে বিভিন্ন সময় দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ আসে। এরই ধারাবাহিকতায় চলমান অনুসন্ধানে প্রায় ৮০০ কোটি টাকার লেনদেন ও বিপুল অপ্রদর্শিত সম্পদের তথ্য পাওয়া যায়।
এছাড়া, গত ২৮ এপ্রিল পাপনের কার্যকালীন সময়ের দুর্নীতির তথ্য খুঁজতে পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ ব্যয়, বিপিএলের খরচ, আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণের খরচ, বিদেশি কোচ নিয়োগসহ ২৭ ধরনের নথি চেয়ে বিসিবিতে চিঠি দেয় দুদক।
পাপনের বিরুদ্ধে আরও একটি পৃথক অনুসন্ধানও চালাচ্ছে কমিশন। বিসিবির অর্থ লুটপাট সংক্রান্ত অভিযোগে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়ে তথ্য সংগ্রহ করছে দুদক।