প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মে ৬, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর সকাল ১১টা ৪০ মিনিটে নিরাপত্তাবেষ্টিত গাড়িবহর নিয়ে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা দেন।
খালেদা জিয়ার গাড়িবহর যখন বিমানবন্দর এলাকা ছাড়ে, তখন রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীদের ঢল নামে। কেউ হাতে দলীয় পতাকা, কেউ ফুল, আবার কেউ ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি সংবলিত টি-শার্ট পরে তাকে শুভেচ্ছা জানান। এসময় তারা “খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম”, “খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”—এমন নানা স্লোগানে মুখরিত করেন পুরো পথ।
চেয়ারপারসনের সঙ্গে দেশে ফিরেছেন তার পুত্রবধূ—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। দীর্ঘ ১৭ বছর পর জুবাইদা রহমানের দেশে ফেরা বিএনপি নেতাকর্মীদের মাঝে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করেছে।
এর আগে ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। তার অসুস্থতার খবরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তাকে বহন করতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলেন। এবারও একইভাবে লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।