প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, মে ৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘সামগ্রিক বিষয় বিবেচনায় যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যাবে, তত দেশের জন্য মঙ্গল হবে। এতে বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং সরকারেরও মান-সম্মান থাকবে।’
বৃহস্পতিবার (৮ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘মানুষ ৫ আগস্টের পর থেকে স্বপ্ন দেখছে— তারা আবার ভোট দিতে পারবে। ১৬ বছর পর সেই আশার আলো দেখছে জনগণ। বিএনপি দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছে, গুম-খুনের শিকার হয়েছে, ত্যাগ স্বীকার করেছে কেবল গণতন্ত্রের জন্য। প্রায় পৌনে পাঁচ হাজার নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন।’
তিনি বলেন, ‘বেগম জিয়া যখন লন্ডন থেকে দেশে ফিরলেন, তখন শুধু ঢাকা নয়, সারা দেশ রাস্তায় নেমে এসেছিল। তিনি গণতন্ত্রের প্রতীক এবং গণতন্ত্রের মাতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।’
তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, ‘তারেক রহমান প্রায় দুই দশক ধরে দেশের বাইরে আছেন। তিনি দেশে ফিরতে পারেননি। তাঁর ওপর যে অত্যাচার হয়েছে, আল্লাহ তাঁকে রক্ষা করেছেন। তাঁর ভাই কোকো নির্যাতনের কারণে মারা গেছেন, তাঁকে হত্যা করা হয়েছে।’
সরকারের সমালোচনা করে দুদু বলেন, ‘যারা গণআন্দোলনের সঙ্গে কখনোই ছিলেন না, এখন তারাই সরকার পরিচালনা করছেন। কেউ কেউ জামায়াতের কাছ থেকে প্রাডো গাড়ি নিয়ে ঘুরছেন, যাদের এক সময় মানিব্যাগও ছিল না, এখন বড় বড় অফিস। এমনকি নতুন ‘দরবেশ’ নামেও একজন পাওয়া গেছে, যিনি ৪০০ কোটি টাকা লুট করেছেন।’
শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ‘তিনি ষড়যন্ত্রের মাধ্যমে ১৬-১৭ বছর ধরে নির্বাচনকে ধ্বংস করেছেন। এমন গণহত্যাকারী, লুটেরা, নির্যাতনকারী দ্বিতীয় কেউ বাংলাদেশে জন্মেছে বলে আমার জানা নেই।’
তিনি আরও বলেন, “তারেক রহমান ধৈর্য ধরতে বলেছেন, তাই বিএনপি ধৈর্য ধরছে। বিএনপি ছাড়া এই দেশ পরিচালনার মতো তৃতীয় কোনো শক্তি নেই। কারণ বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, মানুষ খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবাসে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন ব্যাপারী। সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, রেজাবুদ্দৌলা প্রমুখ।