Print

সারাদিন

আইপিএলে ধোনির নতুন ইতিহাস, প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ ডিসমিসাল

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মে ৮, ২০২৫

সারাদিন ডেস্ক

আইপিএলে অনন্য এক রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। বুধবার (৭ মে) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ২০০তম ডিসমিসালের মাইলফলক স্পর্শ করেন তিনি। আইপিএলে এ রেকর্ড গড়া প্রথম উইকেটরক্ষক হলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

ম্যাচের নুর আহমাদের এক ওভারে সুনিল নারাইনকে স্টাম্পিং ও আঙ্কৃশ রাঘুভানশির ক্যাচ নিয়ে এই কীর্তি গড়েন ধোনি। আইপিএলে ২৬৯ ইনিংসে ধোনির মোট ডিসমিসাল ২০০টি—এর মধ্যে ১৫৩টি ক্যাচ ও ৪৭টি স্টাম্পিং।

ধোনির পরে দ্বিতীয় স্থানে আছেন দিনেশ কার্তিক, যার ডিসমিসাল সংখ্যা ১৭৪। তৃতীয় স্থানে রয়েছেন ঋদ্ধিমান সাহা (১১৩)। এখনও খেলা চালিয়ে যাচ্ছেন এমন ক্রিকেটারদের মধ্যে রিশভ পন্ত আছেন চতুর্থ স্থানে (১১২ ইনিংসে ১০০ ডিসমিসাল)।

ধোনির রেকর্ডের দিনে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংসও। তবে ১২ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি।