Print

সারাদিন

রাতভর নাটকীয়তার পর গ্রেপ্তার ডা. সেলিনা হায়াৎ আইভী

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা অভিযানের পর শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে আইভীর বাসা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে পুলিশ বাহিনী বেশ কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে।

এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘আইভীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। রাতভর অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আইভীর নাম আসছিল।