Print

সারাদিন

আ. লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, বাদ জুমা মহাসমাবেশের ঘোষণা

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৫

সারাদিন ডেস্ক

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর যমুনা ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা টানা বিক্ষোভের ধারাবাহিকতায় আজ শুক্রবার (৯মে)) বাদ জুমা ফোয়ারা চত্বরে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চলমান কর্মসূচি থেকে সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। পরে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ বাদ জুমা সার্ক ফোয়ারা চত্বরে প্রমাণ হবে, জনগণ কারা এবং কারা আওয়ামী লীগ নিষিদ্ধ দেখতে চায়।’

এ কর্মসূচিকে ঘিরে যমুনা ভবনের আশপাশ এখন বিক্ষোভকেন্দ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি টানা চলছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

সকাল থেকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের শতাধিক নেতাকর্মী ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে বিক্ষোভে যোগ দেন। এরপর একে একে হেফাজতে ইসলামের প্রতিনিধি দল, এবি পার্টি এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা যোগ দেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকারের শুরুতেই ছিল। আজ নয় মাস পেরিয়ে গেছে, তবুও সেই পদক্ষেপ না নেওয়ায় আমাদের আবার রাজপথে নামতে হলো।’

সমাবেশ ঘিরে ফোয়ারা চত্বর ও যমুনার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। তবে এ পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Nagad
Nagad