Print

সারাদিন

‘বরবাদ’-এর পরিচালককে নিয়ে যা বললেন অহনা

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৫

সারাদিন ডেস্ক

এক সময় নাটকে জুটি বেঁধে অভিনয়ের সময় প্রেমের গুঞ্জনে জড়ান অভিনেতা শামীম হাসান সরকার ও অহনা। যদিও তখন কেউ সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে সম্প্রতি নারী সহকর্মীকে হেনস্তার অভিযোগ ওঠার পর অহনার দিকে ‘ডাবল টাইমিং’-এর অভিযোগ তোলেন শামীম। দাবি করেন, অহনার সঙ্গে তার সাত মাসের সম্পর্ক ছিল।

শামীম বলেন, ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় ও অহনার প্রায় পাঁচ বছরের সম্পর্ক ছিল। সেই সময়েই অহনার সঙ্গে আমার সাত মাসের সম্পর্ক ছিল। মানে, ও (অহনা) ‘ডাবল টাইমিং’ করেছে।’

এই মন্তব্যের প্রতিক্রিয়ায় অহনার কাছে জানতে চাওয়া হলে তিনি শামীমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন। অভিনেত্রী বলেন,

‘শামীম আগে একজন ইউটিউবার ছিল। ওকে আমি নায়ক বানিয়েছি। এখন সে ধর্ষণের অভিযোগ থেকে দৃষ্টি সরাতে আমাকে নিয়ে কথা বলছে।’

শুধু অহনাই নয়, সংবাদ সম্মেলনে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়কেও টেনে আনেন শামীম। তাকে ‘অহনার প্রাক্তন’ বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে অহনা বলেন, ‘শামীম কত বড় নিমকহারাম! যে পরিচালক (মেহেদী হাসান হৃদয়) তাকে প্রথম ক্যামেরার সামনে এনেছে, সেই পরিচালক আজ সুপারহিট সিনেমা বানিয়েছেন বলে এখন তাকেও টেনে আনছে! আমি ওকে নায়ক বানিয়েছি, আর এখন ও আমার নাম টানছে।’

Nagad
Nagad

শেষে শামীমের মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অহনা। তিনি বলেন, ‘গেট ওয়েল সুন। শামীম অসুস্থ। ওর দিকে সবাই মনোযোগ দাও। ওকে হাসপাতালে নিয়ে যাও। মিডিয়ার ৮০ ভাগ মানুষই মনে করে ও অসুস্থ—সামনে বলে না, কিন্তু পেছনে বলে।’