প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের স্থানীয় জনগণ। শনিবার (১০ মে) সকাল ১১টায় পৌরসভা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক ও সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. শাহীন হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, ‘মোংলা একটি বন্দর, শিল্প ও পর্যটননগরী—এখানে প্রতিদিন হাজারো মানুষের আগমন ঘটে। এ এলাকার একমাত্র সরকারি হাসপাতালটি ৫০ শয্যার হওয়ায় অতিরিক্ত রোগীর চাপে সেবা ব্যাহত হচ্ছে। সময়ের দাবি মোংলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা।’
সমাবেশে আরও বক্তব্য দেন মোংলা প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব হাসান, নাগরিক সমাজের আহ্বায়ক নূর আলম শেখ, জামায়াত, বিএনপি, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসেন বলেন, ‘২৮ জন চিকিৎসকের বিপরীতে মাত্র ৫ জন দিয়ে হাসপাতাল চালানো অসম্ভব। হাসপাতালের ভবনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অবিলম্বে নতুন ভবন ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া প্রয়োজন।’
বক্তারা হাসপাতালে গাইনি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ নিয়োগের দাবি জানান এবং হাসপাতালের সার্বক্ষণিক অপারেশন কার্যক্রম চালু রাখার ওপর জোর দেন। মানববন্ধন শেষে ১০০ শয্যা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।