Print

সারাদিন

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে শনিবার (১০ মে) সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করলেও বৈঠকের নির্দিষ্ট এজেন্ডা কিংবা সময়-স্থান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলন এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।