প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারও শেখ হাসিনার মতো নানাভাবে রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১০ মে) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, ‘১৫-১৬ বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অভিযান চালাচ্ছে অন্তর্বর্তী সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী, অথচ হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাচ্ছেন—সে বিষয়ে কোনো পদক্ষেপ নেই। এতে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, সরকার কি প্রকৃত ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে?’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত সরকার থাকলে জনগণের কাছে জবাবদিহি থাকে। শেখ হাসিনার সরকার তা করেনি। বরং একের পর এক নিজেদের স্বার্থে ন্যারেটিভ তৈরি করেছে। এখনো সেই ধারা অব্যাহত আছে।’
আসন্ন নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণায় গড়িমসি হচ্ছে, যা জনমনে সন্দেহ ও উদ্বেগ তৈরি করছে।’