প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (১০ মে) সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, শামীমা আক্তার খানম ও আশরাফ সিদ্দিকী বিটুকে রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।