Print

সারাদিন

বুদ্ধ পূর্ণিমা’র শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ মে) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের শান্তি ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব সফল ও সৌহার্দ্যময়ভাবে উদ্‌যাপনের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, গৌতম বুদ্ধের শান্তি, সম্প্রীতি ও ঐক্যের শিক্ষা আগের যেকোনো সময়ের চেয়ে আরও প্রাসঙ্গিক। মানবজাতির অগ্রযাত্রা হবে সহানুভূতি, সহমর্মিতার এই কামনাও করেন প্রধান উপদেষ্টা।