Print

সারাদিন

মোংলা বন্দরে ঘোষণাবহির্ভূত ৫ কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা বন্দরে পণ্য আমদানির ঘোষণায় ছিল রিবন (ফিতা), কিন্তু কনটেইনার খুলতেই বেরিয়ে এলো বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। ঘোষণা গরমিল ও শুল্ক ফাঁকির অভিযোগে প্রায় ৭৮ লাখ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে মোংলা কাস্টম হাউস।

বুধবার (১৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা কাস্টম হাউসের একজন কর্মকর্তা।

কাস্টমস সূত্র জানায়, মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বন্দরে আসা ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনার খুলে দেখা যায়, ঘোষণায় থাকা রিবনের পরিবর্তে রয়েছে ওরিস সিলভার ব্র্যান্ডের সিগারেট। ৩৯০টি প্যাকেজের প্রতিটিতেই এই বিদেশি সিগারেট ছিল। চালানটির বাজারমূল্য প্রাথমিকভাবে ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৪ লাখ ৫৬ হাজার টাকা।

এই চালানটি পিআইএল বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে মুন্নি এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের নামে বন্দরে আসে।

মোংলা কাস্টম হাউসের কমিশনার মুহম্মদ শফিউজ্জামান বলেন, “ঘোষণায় গরমিল ও শুল্ক ফাঁকির সুস্পষ্ট চেষ্টা ছিল। কাস্টমস আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, বন্দরে নজরদারি জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণা করতে না পারে। তিনি বলেন, “মোংলা বন্দরের নিরাপত্তা ও রাজস্ব রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

Nagad
Nagad

এ ঘটনায় বন্দর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কাস্টম হাউসের তৎপরতা মোংলা বন্দরের ভাবমূর্তি রক্ষা এবং অবৈধ বাণিজ্য চক্রকে নিরুৎসাহিত করতে ভূমিকা রাখবে।